সায়েন্স ফিকশান
ক্রুটাস
মমতাজ আহাম্মদ
ক্রুটাস অন্য এক সৌরজগতের গল্প। রাখাল বালক বেন রুডান থাকে সিরাট্রন গ্রহে। তার বাবা বেন রুটাস। যাকে হত্যা করেছিল কোকারনরা। বিদ্রোহী কোকারনরা থাকে মেঞ্ছুরিয়ান গ্রহে। সম্রাট রুকাডিয়ানের বিরুদ্ধে লড়াই করছে ওরা। একদিন সম্রাটকে উৎখাত করে মেঞ্ছুরিয়ানের শাসন ক্ষমতা দখল করে এক কোকারন, তার নাম ক্রুটাস। রাখাল বালক রুডান বাবার হত্যাকারীর শাস্তি চায়। ছোট্ট এক মহাকাশযানে করে রোবোট রুটেককে নিয়ে প্রতিশোধ নিতে সিরাট্রনের চাঁদ সোরায় গেলো ওরা। বন্ধুত্ত হলো তুষার দানবদের সাথে। একদিন চুড়ান্ত লড়াই শুরু হলো। সম্রাটের অনুগত বাহিনী এবং তুষার দানবেরা একযোগে ঝাপিয়ে পড়লো কোকারনদের বিরুদ্ধে। ভীষন লড়াই শুরু হল .... টানটান উত্তেজনাকর এক সায়েন্স ফিকশন এডভেঞ্চার "ক্রুটাস"
প্রচ্ছদ
নমুনা পাতাঃ
ডাউনলোড
কিছু দরকারী তথ্যঃ
প্রকাশনা- নলেজ ভিউ
স্ক্যান ও এডিট- বাংলাপিডিএফ
স্ক্যানার- ক্যানন
পৃষ্ঠা সংখ্যা- ১২৬
রেজুলেশন- ৬০০ ডিপিআই
প্রকাশকাল- ২০১৪ বইমেলা
সাইজ- ৩.১৬ এমবি
ক্রুটাস
মমতাজ আহাম্মদ
ক্রুটাস অন্য এক সৌরজগতের গল্প। রাখাল বালক বেন রুডান থাকে সিরাট্রন গ্রহে। তার বাবা বেন রুটাস। যাকে হত্যা করেছিল কোকারনরা। বিদ্রোহী কোকারনরা থাকে মেঞ্ছুরিয়ান গ্রহে। সম্রাট রুকাডিয়ানের বিরুদ্ধে লড়াই করছে ওরা। একদিন সম্রাটকে উৎখাত করে মেঞ্ছুরিয়ানের শাসন ক্ষমতা দখল করে এক কোকারন, তার নাম ক্রুটাস। রাখাল বালক রুডান বাবার হত্যাকারীর শাস্তি চায়। ছোট্ট এক মহাকাশযানে করে রোবোট রুটেককে নিয়ে প্রতিশোধ নিতে সিরাট্রনের চাঁদ সোরায় গেলো ওরা। বন্ধুত্ত হলো তুষার দানবদের সাথে। একদিন চুড়ান্ত লড়াই শুরু হলো। সম্রাটের অনুগত বাহিনী এবং তুষার দানবেরা একযোগে ঝাপিয়ে পড়লো কোকারনদের বিরুদ্ধে। ভীষন লড়াই শুরু হল .... টানটান উত্তেজনাকর এক সায়েন্স ফিকশন এডভেঞ্চার "ক্রুটাস"
প্রচ্ছদ

নমুনা পাতাঃ


ডাউনলোড
You must reply before you can see the hidden data contained here.
কিছু দরকারী তথ্যঃ
প্রকাশনা- নলেজ ভিউ
স্ক্যান ও এডিট- বাংলাপিডিএফ
স্ক্যানার- ক্যানন
পৃষ্ঠা সংখ্যা- ১২৬
রেজুলেশন- ৬০০ ডিপিআই
প্রকাশকাল- ২০১৪ বইমেলা
সাইজ- ৩.১৬ এমবি
Last edited: