ধন্যবাদ ভাই প্রিয় লেখকের বইটি শেয়ারের জন্য। আমি প্রথম প্রথম সারা গুগলে গুগলে ঘুরতাম একটা বই কালেক্টের জন্য। এখন আপনাদের কষ্টের জন্য এটা এখানেই পাচ্ছি ধন্যবাদ। আমিও বই আপলোড করতে চাই। কিভাবে করবো হেল্প করবেন
রকিব হাসান আমার সবচেয়ে প্রিয় লেখকদের একজন। উনার মৌলিক বা অনুবাদ, সব লেখাই ভালো লাগে। সেবা থেকে প্রকাশিত তাঁর প্রায় সব বই পড়া হয়েছে। কিন্তু, প্রথমা থেকে প্রকাশিত বইগুলো পড়া হয়নি।
সেবা প্রকাশনীর বাইরে রকিব হাসানের তিন গোয়েন্দা দেখতেই যেন বুকটা হাহাকার দিয়ে উঠলো । তারপরও তিন গোয়েন্দা কে ছোট সাইজেই (পেপারব্যাক) মানায় সাদা বইতে অদ্ভুত লাগে
বাহ!লাভে লাভ।কমেন্ট করে ক্রেডিট পাবো,আবার ডাউনলোডে ক্রেডিট খরচ নাই।ডবল লাভ।ধন্যবাদ এমন সুযোগ দেবার জন্য।নতুন ওয়েস্টার্ন বই যদি আপলোড দেওয়া হতো।সেটা খুব ভালো হতো।
তিন গোয়েন্দা আর কখনো মনে হয় না আগের রূপে ফিরবে। রকিব হাসান লিখলেও না। কারণ তিন গোয়েন্দা কখনোই অরিজিনাল লেখা ছিল না। আর এখনকার সময়ে ওই স্টাইলের লেখা পশ্চিমা সাহিত্যেও খুব একটা হয় না। সময়টাই পাল্টে গেছে।
Tin Goyenda and Rakib Hassan are synonyms to me. I can't imagine one except the other. Very happy to get another Rakib Hasan creation. Thanks to the uploader.