এই দুটি বই খুব similar. দুটি বইয়েই প্রায় শতাধিক গল্প সংকলিত হয়েছে। অলঙ্করণ শিল্পী দিলিপ দাসের করা। এই সিরিজের আরও কিছু বই আছে যেমন রুপকথা, গোয়েন্দা ইত্যাদি। কিন্তু কোন প্রকাশনী থেকে আসলে বেরিয়েছে সেটা বুঝতে পারছি না। আপনাদের কারো যদি জানা থাকে জানাবেন।
সম্ভবত 'কামিনী প্রকাশালয়' থেকে প্রকাশিত। কিন্তু প্রকাশনাটির এখন অস্তিত্ব আছে কিনা কে জানে? আর কোথায় তাদের বইয়ের দোকান তাও জানি না।
সম্ভবত 'কামিনী প্রকাশালয়' থেকে প্রকাশিত। কিন্তু প্রকাশনাটির এখন অস্তিত্ব আছে কিনা কে জানে? আর কোথায় তাদের বইয়ের দোকান তাও জানি না।