হিপ্রোক্রেট
রুমানা বৈশাখী
[শুভ'স কালেকশন]
রুমানা বৈশাখী
[শুভ'স কালেকশন]
স্ক্যানের জন্য বইটি দিয়েছেনঃ গোলাম মাওলা আকাশ
স্ক্যান ও এডিটঃ শুভম
স্ক্যান ও এডিটঃ শুভম
কাহিনী সংক্ষেপ
প্রথম গল্পটি শুরু হয় ভালোবাসা পেতে ব্যাকুল এক নারী হৃদয়কে নিয়ে। যে সুখের স্পর্শ পেতে বেছে নেয় পরকীয়ার আবরণ। অথচ দিন শেষে নিজের অস্তিত্বই অপবাদ দেয় তাকে – হিপ্রোক্রেট।
বইয়ের প্রতিটি গল্পেরই কোথাও না কোথাও উঠে এসেছে জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা রূঢ় সত্য। অর্থ-বিত্তের ঝলকানি যে আড়াল করে দিতে পারে অতীতের জঘন্যতম অপরাধকেও – সেই কাহিনী বর্ণিত হয় একজন রাজাকার মারা গেছে। ইশকুল বলে আমাদের চরম আধুনিক জীবন-যাপনের কথা, গ্রামে ফেলে আসা শেকড়ের কথা। জনৈক জিল্লু হোসেন গল্পটি একজন নিঃসঙ্গ মানুষের সত্য কাহিনী। যে অপেক্ষা করে পরিবার এবং ভালোবাসার।
দাফনের প্রত্যাশায় অপেক্ষা করেন পাঁচ সন্তানের জননী মমতা বেগমও-মমতা বেগমের বাক্স গল্পে এবং সবশেষে পিঞ্জিরা-তে উঠে আসে সোনার খাঁচায় বন্দী জীবনের একমাত্র সত্য অনুভব............ ভালোবাসা!
দৈনন্দিন দিন যাপনের অত্যন্ত সাধারণ কিছু গল্প নিয়ে এ বই হিপ্রোক্রেট।
প্রথম গল্পটি শুরু হয় ভালোবাসা পেতে ব্যাকুল এক নারী হৃদয়কে নিয়ে। যে সুখের স্পর্শ পেতে বেছে নেয় পরকীয়ার আবরণ। অথচ দিন শেষে নিজের অস্তিত্বই অপবাদ দেয় তাকে – হিপ্রোক্রেট।
বইয়ের প্রতিটি গল্পেরই কোথাও না কোথাও উঠে এসেছে জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা রূঢ় সত্য। অর্থ-বিত্তের ঝলকানি যে আড়াল করে দিতে পারে অতীতের জঘন্যতম অপরাধকেও – সেই কাহিনী বর্ণিত হয় একজন রাজাকার মারা গেছে। ইশকুল বলে আমাদের চরম আধুনিক জীবন-যাপনের কথা, গ্রামে ফেলে আসা শেকড়ের কথা। জনৈক জিল্লু হোসেন গল্পটি একজন নিঃসঙ্গ মানুষের সত্য কাহিনী। যে অপেক্ষা করে পরিবার এবং ভালোবাসার।
দাফনের প্রত্যাশায় অপেক্ষা করেন পাঁচ সন্তানের জননী মমতা বেগমও-মমতা বেগমের বাক্স গল্পে এবং সবশেষে পিঞ্জিরা-তে উঠে আসে সোনার খাঁচায় বন্দী জীবনের একমাত্র সত্য অনুভব............ ভালোবাসা!
দৈনন্দিন দিন যাপনের অত্যন্ত সাধারণ কিছু গল্প নিয়ে এ বই হিপ্রোক্রেট।






নামঃ হিপ্রোক্রেট
লেখকঃ রুমানা বৈশাখ
পৃষ্ঠাঃ৮৪
স্ক্যানের জন্য বইটি
দিয়েছেনঃ গোলাম মাওলা আকাশ
স্ক্যান ও এডিটঃ শুভম
স্ক্যানারঃ এইচপি স্ক্যানজেট ২০০
প্রকাশনাঃ জাগৃতি প্রকাশনী
প্রকাশকালঃ ফেব্রুয়ারী, ২০০৮
সাইজঃ ৫.৩৩ মেগাবাইট
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই
লেখকঃ রুমানা বৈশাখ
পৃষ্ঠাঃ৮৪
স্ক্যানের জন্য বইটি
দিয়েছেনঃ গোলাম মাওলা আকাশ
স্ক্যান ও এডিটঃ শুভম
স্ক্যানারঃ এইচপি স্ক্যানজেট ২০০
প্রকাশনাঃ জাগৃতি প্রকাশনী
প্রকাশকালঃ ফেব্রুয়ারী, ২০০৮
সাইজঃ ৫.৩৩ মেগাবাইট
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই

You must reply before you can see the hidden data contained here.

Last edited: