এই মাত্রই She বইটা শেষ করলাম, তাই পরের পর্বে র খুজে এসেই এটা পেয়ে গেলাম। She কাহিনি টা ছিল সত্যি অসাধারণ কিন্তু একেবারে শেষে এসে মনে হলো বিশাল আগ্নেয়গিরি তার লাভা উদগীরণ করতে গিয়ে যেন ধপ করে নিভে গেলো। তবে সিরিজ টার অন্যান্য বই পড়ার মতো আগ্রহ মনে সফল ভাবে সঞ্চার করেছে হেনরি র 'শী'
বেশ কয়েকজন বলেছেন এই বইটা নাকি ভালো হয়নি, পড়ে দেখি, এই বোধহয় একমাত্র যার যে কয়টা বই বেরিয়েছে কয়দিন পর পর খুঁজে বের করে পড়ি, বই পড়েনা এরকম বন্ধুদের she পড়িয়েছিলাম ওদের ও খুবই ভাল লেগেছে। এই বইটা সময় নিয়ে কষ্ট করে স্ক্যান করছেন, অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যানরী রাইগার হ্যাগার্ড এর বই এক স্বপ্নের জগতে নিয়ে যায় আমাদেরকে। মুহূর্তেই ডুবে যাই এক কল্পনার জগতে যেখানে পদে পদে শিহরণ, রোমাঞ্চ। এই চমৎকার বইটির জন্য ধন্যবাদ
এই থ্রিলোজির আগের দুইটা বই মানে 'শী' এবং 'রিটার্ন অফ শী'খুব ভালো লেগেছিল তাই এটা পড়ার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, অবশেষে আজ পেয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে
মূল বইয়ের নাম তো সম্ভবত 'Wisdom's Daughter'। মনে হয় শী এর জনপ্রিয়তাকে ব্যবহার করার জন্য অনুবাদে নাম পাল্টে দেয়া হয়েছে। প্রথম বইটা তো একদম ঘোরের মধ্যে নিয়ে গিয়েছিলো। দেখি এটা কেমন হয়।
ছোটবেলা থেকেই অনুবাদের প্রতি আগ্রহ ছিল খুব কম। কিন্তু কৈশোরের সময়টা পেরিয়ে যখন অনুবাদ পড়া শুরু করলাম তখনই হ্যানরি রাইডার্ড হ্যাগার্ড এর মতো কিছু অসামান্য লেখকের সাথে পরিচিত হলাম। যে বিতৃষ্ণা ছোটবেলা থেকে পুষে আসছিলাম না নিমেষেই উবে গেল। সাহিত্যের একটা নতুন দ্বার যেন খুলে গেল মুহূর্তে। সেই মুগ্ধতা ছড়ানো লেখকের অসামান্য এই বইটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপলোডার ভাইয়াকে বিশেষভাবে ধন্যবাদ। আর অকৃত্রিম ভালোবাসা রইলো বাংলাপিডিএফ এর সবার প্রতি।