শওকত হোসেন ওয়েস্টার্ন লেখকদের মধ্যে একজন কিংবদন্তি। ওনার অনেকগুলো বই ই পড়েছি। দুষ্টচক্র বইটি এখনো পড়া হয়নি। অনেক অল্প ক্রেডিট দিয়ে অসম্ভব ভালো একটা বই উপহার দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
প্রথম প্রথম যে কোন কাজই অনেক কঠিন মনে হয় কিন্তু কাজের শেষে আনন্দ পাওয়া যায় অনেক বেশি । আপনার দ্বিতীয় আপলোডের জন্য ধন্যবাদ । আশা করছি আগামীতে আপনার কাছ থেকে আরও ওয়েস্টার্ন বই পাওয়া যাবে।
ভাই আপনার কাছে আরও কিছু ওয়েস্টার্ন বই চাচ্ছি যেমন মৃত্যুপ্রতীক্ষা, আক্রান্ত খামার, পিস্তলবাজ, রুদ্ররষ, জালিয়াত, অন্তর্ঘাত, পাড়ি এবং শওকত হোসেন এর এাহি। এই বইগুলোর স্কান করা হয়নি মনে হচ্ছে কোন জায়গায় সেজন্য যদি সম্ভব হয় তাহলে আপলোড দিবেন।
অনেকদিন ওয়েস্টার্ন পড়া হয়নি। এই বইয়ের মাধ্যমে অনেকদিন পর আবার ওয়েস্টার্নের জগতে হারিয়ে যেতে পারব বলে আশা রাখছি।
আপলোড চালিয়ে যাওয়ার জন্য অভিনন্দন, আশা করি আপনার থেকে আরো সুন্দর সুন্দর আপলোড পাব আগামীতে।
আপনার জন্য শুভকামনা রইলো।