'স্কারামুশ' বইটি ইনশাল্লাহ সামনের মাসে আপলোড হবে। কিন্তু 'দ্যা রোড ব্যাক' বইটি সংগ্রহে নেই। তাই কথা দেওয়া সম্ভব না।
'স্কারামুশ' বইটি কি আপলোড করা হবে দাদা। অধীর আগ্রহে অপেক্ষা করছি বইটার জন্যে।
আরেকটু অপেক্ষা করুন দাদা। অন্যান্য বই নিয়ে কাজ করতে গিয়ে এটার কথা ভুলেই গেছিলাম।
ভাই, আপনি একদম ইন এক্টিভ। প্রথম কমেন্ট করার পর অনেকদিন সাইটেই ঢুকেন নি। তাই প্রথমে বলব সাইটে এক্টিভিটি বৃদ্ধি করতে। তাছাড়া নতুন বইগুলো কখনোই পাবেন না।
খুব কঠিন নিয়ম বানিয়ে রেখেছেন। টিকটক, ইউটিউব আর নেটফ্লিক্সের এই যুগে এমনিতেই মানুষ বই পড়তে চায় না, এইসব মাধ্যমে সস্তায় ভরপুর বিনোদন পাওয়া যাচ্ছে বলে বই পড়ার অভ্যাস দিন দিন উঠেই যাচ্ছে। বইকে সহজলভ্য না করলে ভবিষ্যতে পাঠক খুজে পাওয়াই দুস্কর হবে।
আমরা তো চাইই সবাই হার্ডকপি যোগাড় করুক। লেখক যদি বই থেকে কিছু না পান তো লেখার প্রেরণা আসবে কিভাবে? শুধু বিপি সদস্যদের মধ্যে শেয়ার করা বই যদি বাইরে না যেত তবে এটা একটা লাইব্ররীর মত ব্যাপার হত, যেটা কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে হতে দিতে চায় না, বাইরে নিজের ওয়েবসাইট আর গ্রুপে শেয়ার করে আর্থিক লাভের জন্য। সেইজন্যই সব এত জটিল হয়ে গেছে। আরো একটা ব্যাপার আছে, সহজে যা পাওয়া যায় তার মূল্য খুবই কম থাকে নিজের কাছে। সহজে লভ্য সফটকপি বইয়ের অভাব এখন নেই, কিন্তু তা মানুষ সংগ্রহ করে যে পরিমানে তার ৩০% ও আসলে আদৌ পড়বে কিনা কোনদিন তা সন্দেহ আছে।