জানবার কথা
৭ম খণ্ড
( অর্থনীতি-রাজনীতি )
- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদক)
হাওলাদার প্রকাশনী
ফেব্রুয়ারি, ২০১৭
স্ক্যান ও এডিটঃ আমি @Aishu Rehman
এই বইটা প্রকাশিত হয় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে, ১৯৫৪ সালে। যারা স্কুলে যায়, নানা কথা জানতে চায়, তাদের জন্য লেখা হয়েছিল এই বই। তখনতো টেলিভিশনও ছিল না, ছিল না এতো ক্যুইজ কনটেস্ট। এত সব রকমারি সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের বইয়ের ছড়াছড়িও ছিল না। কাজেই ঠিক হয়েছিল এরকম দশটা বই বার করা হবে। যাঁরা ঠিক করেছিলেন তাঁরা কেউই খুব সাধারণ লোক ছিলেন না, প্রত্যেকেই ছিলেন পণ্ডিত, আর জ্ঞান-বিজ্ঞান সাহিত্যের জগতে এক একজন দিকপাল। এমনকি বইয়ের মলাটের ছবি যিনি এঁকেছিলেন সেই খালেদ চৌধুরীও একজন নামকরা শিল্পী দেশজোড়া তাঁর নাম। কিন্তু যিনি ছিলেন এই বই বার করার প্রধান ব্যক্তি, বইটির সম্পাদনা করেছেন যিনি, তাঁর নাম পৃথিবী-জোড়া। তিনি হলেন দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমাজতন্ত্র এই প্রতিটি বিষয়ে তাঁর পাণ্ডিত্য ছিল অসাধারণ। এমন বহু বই তিনি লিখে গেছেন, যা গোটা পৃথিবীর মানুষের কাছে ভীষণ মূল্যবান। বড় হয়ে তোমাদেরও পড়তে হবে সে-সমস্ত বই। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই যে, ঠিক যখন আমরা ভাবছি যে 'জানবার কথা' আবার নতুন করে ছাপবোর তখন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কাজেই একদিক থেকে এই বই তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।
কোন্ কোন্ খন্ডে কী কী কথা আলোচনা করা হয়েছে?
একঃ বিজ্ঞান
দুইঃ ইতিহাস।
তিনঃ ইতিহাস।
চারঃ যন্ত্রকৌশলের কথা।
পাঁচঃ যন্ত্রকৌশলের কথা।
ছয়ঃ পৃথিবীর খবর ।
সাতঃ অর্থনীতি আর রাজনীতি।
আটঃ সাহিত্য ।
নয়ঃ চারুশিল্প
দশঃ দর্শন।
আপনাদেরকে দশটি খন্ডই উপহার দেওয়া হবে।
ডাউনলোডঃ
ডাউনলোড করতে শুধুমাত্র লাইক, কমেন্ট এবং ১০ ক্রেডিট খরচ করতে হবে ।
এবং
৭ম খণ্ড
( অর্থনীতি-রাজনীতি )
- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (সম্পাদক)
হাওলাদার প্রকাশনী
ফেব্রুয়ারি, ২০১৭
স্ক্যান ও এডিটঃ আমি @Aishu Rehman
এই বইটা প্রকাশিত হয় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে, ১৯৫৪ সালে। যারা স্কুলে যায়, নানা কথা জানতে চায়, তাদের জন্য লেখা হয়েছিল এই বই। তখনতো টেলিভিশনও ছিল না, ছিল না এতো ক্যুইজ কনটেস্ট। এত সব রকমারি সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের বইয়ের ছড়াছড়িও ছিল না। কাজেই ঠিক হয়েছিল এরকম দশটা বই বার করা হবে। যাঁরা ঠিক করেছিলেন তাঁরা কেউই খুব সাধারণ লোক ছিলেন না, প্রত্যেকেই ছিলেন পণ্ডিত, আর জ্ঞান-বিজ্ঞান সাহিত্যের জগতে এক একজন দিকপাল। এমনকি বইয়ের মলাটের ছবি যিনি এঁকেছিলেন সেই খালেদ চৌধুরীও একজন নামকরা শিল্পী দেশজোড়া তাঁর নাম। কিন্তু যিনি ছিলেন এই বই বার করার প্রধান ব্যক্তি, বইটির সম্পাদনা করেছেন যিনি, তাঁর নাম পৃথিবী-জোড়া। তিনি হলেন দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সমাজতন্ত্র এই প্রতিটি বিষয়ে তাঁর পাণ্ডিত্য ছিল অসাধারণ। এমন বহু বই তিনি লিখে গেছেন, যা গোটা পৃথিবীর মানুষের কাছে ভীষণ মূল্যবান। বড় হয়ে তোমাদেরও পড়তে হবে সে-সমস্ত বই। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই যে, ঠিক যখন আমরা ভাবছি যে 'জানবার কথা' আবার নতুন করে ছাপবোর তখন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কাজেই একদিক থেকে এই বই তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।
কোন্ কোন্ খন্ডে কী কী কথা আলোচনা করা হয়েছে?
একঃ বিজ্ঞান
দুইঃ ইতিহাস।
তিনঃ ইতিহাস।
চারঃ যন্ত্রকৌশলের কথা।
পাঁচঃ যন্ত্রকৌশলের কথা।
ছয়ঃ পৃথিবীর খবর ।
সাতঃ অর্থনীতি আর রাজনীতি।
আটঃ সাহিত্য ।
নয়ঃ চারুশিল্প
দশঃ দর্শন।
আপনাদেরকে দশটি খন্ডই উপহার দেওয়া হবে।
You must be registered for see images
You must be registered for see images
ডাউনলোডঃ
ডাউনলোড করতে শুধুমাত্র লাইক, কমেন্ট এবং ১০ ক্রেডিট খরচ করতে হবে ।
To see this hidden content, you must react with one of the following reactions :
Like,
Love,
Wow
You must be registered for see links
You must be registered for see links
You must be registered for see links
You must be registered for see links
- প্রকাশকাল
- ফেব্রুয়ারি, ২০১৭
- প্রকাশনা
- হাওলাদার প্রকাশনী
- পাতা সংখ্যা
- ১০৪
- ফাইল সাইজ
- ১২ এম বি
- আপলোডিং টাইপ
-
- Original