সোভিয়েতস্কি কৌতুকভ
মাসুদ মাহমুদ
কৌতুকের বই আমার কখনোই পড়া হয় না, কেনা তো হয়ই না।কিন্তু এই বইটির প্রতি আমি আগ্রহী হয়েছিলাম ইন্টারনেটে এর কিছু কৌতুক পড়ে। এই কৌতুকের বইটার বিশেষত্ব হোল, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন টাইমলাইনে কোন না কোন সত্যি ঘটনার উপর ভিত্তি করে কৌতুকগুলো রচিত। বিশ্বসাহিত্যে কিন্তু রুশ কৌতুকের আলাদা স্থান রয়েছে। সে সময়ে কৌতুক রচনার জন্য রচয়িতাকে জেলে পোরার ইতিহাস আছে। আর বইটির ভূমিকাতেই বলা আছে, কৌতুক রচনা আর পরিবেশনার দায়ে হাজতবাসের আশংকা থাকলে কৌতুক হয় অধিকতর সূক্ষ এবং ব্যঙ্গাত্মক।
সোভিয়েতস্কি কৌতুকভই আমার পড়া একমাত্র কৌতুকের বই। বইটি পিডিএফ এ পড়া, বর্তমানে এর হার্ডকপি বাজারে পাওয়া যায় না। বেশ অনেক বছর ধরেই আউট অফ প্রিন্ট। নেটে পাওয়া পিডিএফ টির কোয়ালিটি একদমই জঘন্য। তারপরো সেই ব্যক্তিকে এই সুযোগে ধন্যবাদ জানিয়ে রাখি, তার জন্যই বইটি একালের পাঠকেরা পড়তে পারছে। বইটির একটি উন্নতমানের পিডিএফ পাঠকের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই আমি পুরোটা গুগল বাংলা ওসিআর এর সাহায্য নিয়ে টাইপ করি। কিন্ডল রিডারদের জন্য বইটির ইপাব এবং মোবি ফর্মেটেও তৈরি করা হয়েছে।
বানানের ব্যপারে মূল বইকে অনুসরণ করেছি। তবুও অনেক ক্ষেত্রে হসন্ত, রেফ – এসবে ভুল হয়ে থাকতে পারে। বইতে ব্যবহৃত সব তথ্য এবং ছবি ঠিক রাখার চেষ্টা করেছি।
মাসুদ মাহমুদের সাথে আমার পরিচয় তার রসরচনা পড়ে পড়ে। তার রুশরস, উর্দিরস পড়েছি প্রথম আলোর ম্যাগাজিন রসালো’তে। সচলায়তন ব্লগে পড়েছি তার কামরাঙা ছড়া ও অন্যান্য রচনা। একজন স্বার্থক অনুবাদকও ছিলেন উনি। খুব ইচ্ছা ছিল একটা ছোট্ট করে জীবনী জুড়ে দেব এখানে, কিন্তু ইন্টারনেটে তথ্য অপ্রতুল হওয়ায় তা করা গেল না।
পরিশেষে, এটি আমার তৈরি প্রথম ইবুক। তাই বইটি সবার কাছে ছড়িয়ে পড়ুক এটাই চাওয়া। কোন প্রকাশক বইটি আবার প্রকাশে এগিয়ে আসুক, কারন বইটির এখনো ভাল চাহিদা আছে।
Screenshot
You must be registered for see links
You must be registered for see links
Download
You must be registered for see links
You must be registered for see links
You must be registered for see links