ভয়ংকর দ্বীপে বোকা গোয়েন্দা
আনিসুল হক
মামার সঙ্গে কোথাও যাওয়া মানেই সেধে বিপদ ডেকে আনা। আমার নাম টুকন। ভালো নাম নাফিস আল হাসান। আমার ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। এবার আমি ক্লাস সেভেনে উঠব। মতিঝিল আইডিয়াল স্কুলে পড়ি। বাসা কলাবাগানে। আমার মামার নাম মাসুদুর রহমান। তবে তিনি নিজেকে মাসুদ রানা বলেই পরিচয় দেন। এবং তিনি নিজেকে ভাবেন একজন ডিটেকটিভ। তিনি নিজে নিজেই ভিজিটিং কার্ড ছাপিয়েছেন—মাসুদ রানা, প্রাইভেট ডিটেকটিভ।
আমার মামা আমাদের পরিবারে সবচেয়ে বোকা মানুষ বলেই গণ্য। এই মাসুদ মামার সঙ্গে আমি চলেছি সেন্ট মার্টিনস দ্বীপে। উদ্দেশ্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ দর্শন। কিন্তু আমি জানি, মামার উদ্দেশ্য ভিন্ন। মামা আসলে একটা রহস্যের গন্ধ পেয়েছেন।
প্রচ্ছদ
নমুনা পাতাঃ
ডাউনলোড FREE
কিছু দরকারী তথ্যঃ
প্রকাশনা- প্রথমা
স্ক্যান ও এডিট- বাংলাপিডিএফ
স্ক্যানার- ক্যানন
পৃষ্ঠা সংখ্যা- ৬৯
রেজুলেশন- ৬০০ ডিপিআই
প্রকাশকাল- ২০১৫ বইমেলা
সাইজ- ৪ এমবি
আনিসুল হক
মামার সঙ্গে কোথাও যাওয়া মানেই সেধে বিপদ ডেকে আনা। আমার নাম টুকন। ভালো নাম নাফিস আল হাসান। আমার ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। এবার আমি ক্লাস সেভেনে উঠব। মতিঝিল আইডিয়াল স্কুলে পড়ি। বাসা কলাবাগানে। আমার মামার নাম মাসুদুর রহমান। তবে তিনি নিজেকে মাসুদ রানা বলেই পরিচয় দেন। এবং তিনি নিজেকে ভাবেন একজন ডিটেকটিভ। তিনি নিজে নিজেই ভিজিটিং কার্ড ছাপিয়েছেন—মাসুদ রানা, প্রাইভেট ডিটেকটিভ।
আমার মামা আমাদের পরিবারে সবচেয়ে বোকা মানুষ বলেই গণ্য। এই মাসুদ মামার সঙ্গে আমি চলেছি সেন্ট মার্টিনস দ্বীপে। উদ্দেশ্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ দর্শন। কিন্তু আমি জানি, মামার উদ্দেশ্য ভিন্ন। মামা আসলে একটা রহস্যের গন্ধ পেয়েছেন।
প্রচ্ছদ
You must be registered for see images
নমুনা পাতাঃ
You must be registered for see images
You must be registered for see images
ডাউনলোড FREE
You must be registered for see links
You must be registered for see links
কিছু দরকারী তথ্যঃ
প্রকাশনা- প্রথমা
স্ক্যান ও এডিট- বাংলাপিডিএফ
স্ক্যানার- ক্যানন
পৃষ্ঠা সংখ্যা- ৬৯
রেজুলেশন- ৬০০ ডিপিআই
প্রকাশকাল- ২০১৫ বইমেলা
সাইজ- ৪ এমবি
Last edited: