2006 সালে Apocalypto মুভিটি দেখার সৌভাগ্য হয়। রাইটার ও ডিরেক্টর ছিলেন মেল গিবসন। স্প্যানিশদের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে মায়ান সাম্রাজ্যে ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে মুভিটি নির্মিত হয়। মায়ান, ইনকা, অ্যাজটেক এগুলো দক্ষিণ আমেরিকার পরিচিত সভ্যতা। তবে আমাকে বেশি টানে উত্তর আমেরিকার আদিবাসীদের জীবনযাত্রা। বিশেষ করে অ্যাপাচি, শ্যাইয়ান, চিরিকাহুয়া, কোমাঞ্চি, নাভাজো, আরাফো প্রভৃতি রেড ইন্ডিয়ানদের বুনো প্রান্তরে প্রকৃতির কাছে থেকে ঘোড়ায় চড়ে বাইসন বা হরিন শিকার। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র দেশটা তো আসলে তাদেরই ছিলো। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর দলে দলে ইউরোপীয়রা এসে দেশটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আলোচ্য বইটার সূচি দেখে মনে হচ্ছে বইটা সমগ্র আমেরিকা মহাদেশের বিভিন্ন সভ্যতা ও জীবনযাত্রা নিয়ে লেখা। এ ধরনের বইয়ের আবেদন সবসময়ই থাকে। অচেনা বইপোকা ভাইকে অসংখ্য ধন্যবাদ বইটা পাঠকদের উপহার দেবার জন্য।