কবে থেকে রহস্য পত্রিকা পড়া শুরু করেছিলাম মনেও নেই। শুধু কিছু কিছু মনে অাছে রহস্য পত্রিকা কেনার টাকা যোগাড়ের বিভিন্ন বাহানা তৈরির ঘটনার কথা। এখনো রহস্য পত্রিকার প্রতি সেই পুরনো ভালোবাসা অটুট রয়ে গেছে। পত্রিকাটি নিয়মিত অাপলোড করার জন্য অাপলোডারকে অনেক ধন্যবাদ।